৯ নভেম্বর মোংলা- খুলনা রেল চলাচল উদ্ধোধন

জাতীয়

শেখ রাসেল

বাগেরহাট জেলা প্রতিনিধি

নব নির্মিত মোংলা- খুলনা রেল পথে আগামী ৯ নভেম্বর থেকে রেল চলাচল করবে। উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোংলা- খুলনা রেল লাইন নির্মান কাজ পরিদর্শন শেষে এ তথ্য জানান, রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান,
নিদিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় আর দ্রব্য মুল্যের উদ্ধোগতির কারনে মোংলা -খুলনা রেল লাইন নির্মান প্রকল্পের ব্যায় বেড়েছে। আর মাটি পানি ভালো না হওয়ায় একই সাথে করনাকালীন সময়ের কারনে প্রকল্প বাস্তবায়নে ১০ বছর সময় বেশি লেগেছে।
শনিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে তিন ঘটিকার সময় রেল পথটির নির্মান কাজ পরিদর্শন শেষে রেলওয়ের মোংলা স্টেশনে এসে এ তথ্য জানান,রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
এসময় মন্ত্রী আরো জানান,নব নির্মিত রেল পথে রেল চলাচল চালু হলে ট্রানজিট সুবিধা পাবে পাশ্ববর্তী রাষ্ট্র ভারত,নেপাল ও ভুটান। এর ফলে মোংলা বন্দরে বাড়বে ব্যাপক কর্মযঞ্জ। এর আগে রেল মন্ত্রী ফুলতলা রেল ষ্টেশন ও এলাইান্টমেন্ট সেতু এবং মোহাম্মদ নগর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এর পর মোটর ট্রলিযোগে মোংলা রেলওয়ে স্টেশনে পরিদর্শনে আসেন। এসময় মোংলা-খুলনা রেল মন্ত্রনালয়ের সচিব ড.মোঃ হুমায়ন কবীর, প্রকল্প পরিচালক মোঃ অরিফুজ্জামানসহ রেলের উর্দ্ধোতন কর্মকর্তা, ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *