
লন্ডনে পালিয়ে থাকা সাবেক এমপি রণজিত চন্দ্র সরকারের ঘনিষ্ঠ সহযোগী রতন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে রাজধানী ঢাকার ডিএমপির শাহআলী থানা পুলিশ সংক্ষুব্ধ জনতার রোষানল থেকে গ্রেফতার করে তাকে পুলিশি হেফাজতে নেয়।
গ্রেফতার রতন সুনামগঞ্জের তাহিরপুরের ননাই (পূর্বে থাকা সাদেরখলা) গ্রামের তাহের মিয়ার ছেলে। তিনি সাবেক এমপি রণজিত চন্দ্র সরকারের ঘনিষ্ঠ ছিলেন। তাছাড়া সীমান্ত নদী জাদুকাটা বালি মহাল-১ এর সাবেক ইজারাদার ছিলেন তিনি।
ডিএমপির শাহআলী থানার ওসি মোহাম্মদ গোলাম আজম বলেন, শাহআলী এলাকার স্থানীয় সংক্ষুব্ধ জনতা রতনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। সুনামগঞ্জ সদর মডেল থানায় ৫ আগস্ট পরবর্তী একটি মামলায় এজাহারনামীয় আসামি রতন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম জানান, শাহআলী থানা থেকে রতনকে সুনামগঞ্জ আনা হচ্ছে।
শেয়ার করুন