মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া(মৌলভীবাজার):
৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় স্থানীয় একটি রেস্টুরেন্টে ছিন্নমূল শিশুদের একবেলা ভালো খাবারের সু ব্যবস্থা করলো কুলাউড়া বন্ধুসভা। এই শিশুদের প্রতি শুক্রবার বিকেলে রেলওয়ে প্লাটফর্মে অস্থায়ী ভাবে গড়ে উঠা আলোর পাঠশালায় পাঠদান করা হয়। আলোর পাঠশালার প্রায় ৫০ জন ক্ষুদে শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।
দৈনিক প্রথম আলোর সাবেক কুলাউড়া প্রতিনিধি বিশিষ্ট ক্রিড়া সংগঠক আমেরিকা প্রবাসী মইনুর রহমান সুয়েব এই ভালো কাজ ও কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করেন। কর্মসূচির শুভ উদ্বোধন করেন কুলাউড়া পৌরসভার কাউন্সিলর প্রথম আলো বন্ধুসভার সদস্য তাসলিমা সুলতানা মনি।
এসময় উপস্থিতিত থেকে বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা এ এফ এম ফৌজি চৌধুরী, ডাঃ হেমন্ত চন্দ্র পাল, শহিদুল ইসলাম তনয়, কাওছার আহমেদ সাব্বির, একে এম জাবের, নাজমুল বারী সোহেল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য রাহিদ আলম মান্না, মুমিনুর রহমান অনিক ও আলোর পাঠশালার দুই শিক্ষিকা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন