সেলিম মাহবুব ছাতকঃ
ছাতকের পল্লীতে প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের লোকজনদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার সহ ১০ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল লুট করে নেয়। বুধবার গভীর রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের কটালপুর(মোরারগাঁও) গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র সৌদি প্রবাসী আব্দুল কদ্দুছের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। প্রবাসীর ভাতিজা হাসান মিয়া জানান, মধ্যরাতে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবাসী আব্দুল কদ্দুছের বাড়িতে হানা দেয়। ডাকাতরা প্রথমে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের লোজনদের হাত-পা বেধে ফেলে। পরে ঘরের আলমারী থেকে নগদ ৪ লাখ, ৭ ভরি ওজনের স্বর্ণালংকার, ২টি বিদেশী মোবাইল ফোন সহ ১০ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল লুট করে নেয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ছাতক থানার এসআই খন্দকার আতিক ঘটনাস্থল পরিদর্শন করেন। ছাতক থানার এসআই খন্দকার আতিক জানান, প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
শেয়ার করুন