পদচারী–সেতু নির্মাণ ও বিদ্যুৎ লাইন স্থানান্তরের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) আওতাধীন সিলেটের কয়েকটি এলাকায় শনিবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার ঘোষণা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বিউবোর সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে তাঁর দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি জানানো হয়েছিল।
বিজ্ঞপ্তিতে সিলেট-সুনামগঞ্জ মেইন রোডে পদচারী–সেতু নির্মাণকাজের জন্য বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিভিন্ন এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়।
অনিবার্য কারণবশত ওই ঘোষণা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মো. ফজলুর রহমান। তিনি বলেন, পরবর্তী সময়ে ঘোষণা দিয়ে ওই কাজ করা হবে। আপাতত পূর্বের ঘোষণা বাতিল করা হয়েছে।