আক্ষেপের দিনেই এলো আরেক দুঃসংবাদ!

খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই প্রথমবারের মতো সেমিফাইনালে চলে যেত বাংলাদেশ দল। কিন্তু বাবর আজমদের কাছে ৫ উইকেটের হারে সেই আশা জলাঞ্জলি দিয়েছে সাকিবের দল। উপরোন্তু ইতিহাস গড়তে না পারার আক্ষেপের দিনে শুনতে হলো আরও একটি দুঃসংবাদ!

ভারতে অনুষ্ঠিতব্য আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের মোড়কে গড়া ‘বাছাই পর্ব’ খেলতে হবে বাংলাদেশ দলকে।

চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারে ‘গ্রুপ-২’ এর পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে নেমে যায় বাংলাদেশ। যেখানে সাকিবদের টপকে চার নম্বরে উঠে বসে দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানো নেদারল্যান্ডস।
ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসরে ‘বাছাই পর্ব’ ছাড়াই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে সহযোগী সদস্য এই ইউরোপের দেশটি। যে কারণে ২০২১ সালের মতোই বাছাই পর্বে খেলতে হবে বাংলাদেশকে।

দুটি করে জয়ে সমান ৬ করে পয়েন্ট পেলেও নেট রান রেটের হিসেবে ডাচদের (-০.৮৪৯) থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ (-১.১৭৬)। যদিও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১৭২ রেটিং নিয়ে ১৭ নম্বরে আছে নেদারল্যান্ডস। আর ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান ৯ নম্বরে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *