শিশুরা আনন্দ হাসির মাঝে থাকতে মনটাকে নিয়ে ছুটে বেড়ায় দিকবিদিক। ঈদের খুশিকে সামনে রেখে বন্যায় ক্ষতিগ্রস্থ শিশুদের পাশে ভালবাসার উপহার নিয়ে মুক্তাক্ষর উপস্থিত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১২টায় বিমানবন্দর রোড মংলীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তাক্ষরে প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রশিক্ষক বিমল কর ভালবাসার উপহার নিয়ে উপস্থিত হন। ব্যবস্থাপনায় ছিলেন মার্কোনী যুবসমাজ রোম-ইতালি। শিশুদের হাতে উপহার তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন মুক্তাক্ষরের আবৃত্তি শিল্পী ও কিশোর- কিশোরী ক্লাবের আবৃত্তি প্রশিক্ষক প্রিয়াশ্রী কর পিউ।
আরো উপস্থিত ছিলেন সংগীত প্রশিক্ষক শ্যামা রানী দাস, জেন্ডার প্রোমটার ঊষা রানী, মুক্তাক্ষরের সদস্য পিংকি কর ও জিয়াম।