রাসেল আহমদ,(গোলাপগঞ্জ প্রতিনিধি):
গোলাপগঞ্জে ইউনাইটেড ফোরাম অফ নিউজার্সির যুক্তরাষ্ট্রের সভাপতি, বিশিষ্ট সমাজসেবী মাছুম রহমানকে স্বদেশ আগমন ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সন্ধ্যায় গোলাপগঞ্জের একটি অস্থায়ী কার্যালয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামলি চন্দ্র নাথের সভাপতিত্বে ও জি টোয়েন্টি ফোর টেলিভিশনের চেয়ারম্যান খালেদ হোসেনের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ইউনাইটেড ফোরাম অফ নিউজার্সির যুক্তরাষ্ট্রের সভাপতি, বিশিষ্ট সমাজসেবী মাছুম রহমান।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি রতন মনি চন্দ, সহ-সভাপতি ইমরান আহমদ, প্রবীণ সাংবাদিক হারিছ আলী, সমাজসেবী নিজাম উদ্দিন, সিলেটের আওয়াজ অনলাইন পত্রিকার সম্পাদক মো. রুবেল আহমদ, আমাদের সময় ও দৈনিক যুগভেরী পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি জয় রায় হিমেল, জাতীয় দৈনিক যুগের কণ্ঠস্বর পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি রাসেল আহমদ, শেখ ফয়ছল জামিল, এমাজ উদ্দিন এমাজ, জাহিদ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি, সংবর্ধিত অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও যারা নাড়ীর টানে, দেশের অসহায় মানুষের কল্যানে সর্বদা কাজ করে যাচ্ছেন, তারা সর্বমহলে সম্মানীত। আমাদের উচিৎ এসব মহতি কাজে সামিল হয়ে অসহায় জন্য কাজের পরিমান আরো প্রসারিত করা। রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার পাশাপাশি আমাদের অসহায় মানুষের কল্যানে, শিক্ষার বিপ্লবে, সমাজকে আরো সুন্দর করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। এসময় উপস্থিত অতিথিবৃন্দ সমাজসেবায় বিশেষ অবদান রাখায় আমেরিকা প্রবাসী, গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউজার্সির সভাপতি মাছুম রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে তাদের এ ধারা অব্যাহত এবং প্রসারিত করতে উৎসাহ প্রদান করেন।
শেয়ার করুন