রিংকু দেবনাথ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে এক গৃহিণীর গরু চুরি অভিযোগ পাওয়ার গেছে।
অভিযোগ কারী গৃহিনী আমেনা বেগম জানান, মাধবপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে বাসিন্দা আমেনা বেগম গত সোমবার সকালে ৩টি গরু চিকিৎসা করানোর জন্য উপজেলা পশু হাসপাতালে নিয়ে যায়। গরু ৩ টি চিকিৎসা করানোর পরে একটি গাছের সাথে বেঁধে রেখে আমেনা বেগম তার ব্যক্তিগত কাজে হাসপাতাল থেকে বাহিরে যায়। কিছুক্ষণ পর আমেনা বেগম হাসপাতালে ফিরে এসে দেখে তার গরু ৩টি নেই। আমেনা বেগম আরও জানান, পরে খোঁজাখুঁজি করে গত মঙ্গলবার রাতে মাধবপুর থানা পুলিশের সহযোগিতায় আমার ৩ টি গরুর মাঝে ২টি গরু উদ্ধার হয় অপর ১টি গরু একটি পাওয়ার যায়নি। গৃহিনী গরু উদ্ধারের জন্য থানায় অভিযোগ দিয়েছে।মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, পৌর বিট অফিসার গৃহিণীর গরু উদ্ধারের জন্য তৎপর রয়েছে।