সিলেটে মামলাবাজ ও ভূমি খেকু আনসার আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সিলেট

নিউজ ডেস্ক :

২১ নভেম্বও ২০২২ইং সোমবার বেলা ২ ঘটিকার সময় সিলেট বিভাগীয় প্রেসক্লাবে সায়েস্তা মিয়া @ সারু মিয়া (৫৫) পিতা মৃত: তাহির উল্লাহ সাং ইসলামপুর ভোলা কোনা, সাহেবের বাজার, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট সংবাদ সম্মেলনে আপন ভাই মামলাবাজ ও ভুমি খেকু আনসার আলীর বিপক্ষে সংবাদ সম্মেলনে বলেন, আমাদেও মা-বাবার রেখে যাওয়া সম্পূর্ন জায়গা জমি ও ভিটা-মাটি নিয়ে আমার ভাই আনসার আলীর সাথে দীর্ঘ দিন ধরে আদালতে মামলা চলমান আছে। আমরা এখন অতিষ্ট হয়ে সংবাদ সম্মেলন করতে বাধ্য হলাম। আজ এখানে আমার সাথে আমার আপন ভাই, সুরুজ আলী, ভাতিজা গয়াছ, সুয়েল, আমার স্ত্রী রোশনা বেগম, ভাতিজি মিনা বেগম, নাতি মুন্না মিয়া এবং প্রতিবেশী তফুর আলী। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাছি যে, আমরা আজ বড়ই অসহায়, নিজ দেশে পরবাসের মতো আছি। একের পর এক হামলা এবং মিথ্যা মামলায় অস্তিত্বহারা। আনসার আলী ও তার ১ম স্ত্রী আছিয়া বেগম কর্তৃক আমাদের মা-বাবার সম্পত্তি ও ভিঠে-মাটি নিজ নামে রেকর্ড করে জোর পূর্বক ভোগ দখল করার জন্য আজ আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই, আমাদের পরিবারের উপর একের পর এক মিথ্যা মামলা/অর্তকিত হামলার করুন কাহিনী। আমার আপন ভাই আনসার আলী (৫২) তাহার ৮ জন স্ত্রী এবং ছেলে সন্তান নিয়ে আমি ও আমার ভাই ভাতিজার উপর অন্যায় ভাবে জোর জুলুম করে হামলা চালায় এবং একের পর এক মিথ্যা মামলা দায়ের করে। সিলেটের আদালত ও এয়ারপোর্ট থানায় একের পর এক মিথ্যা মামলা দায়ের সহ অন্যায় ভাবে হামলা করে ও আজ বুক ফুলিয়ে দাপটের সাথে হুমকি দিয়ে যাচ্ছে। গত ১৫ জুন ২০২০ইং আনসার আলী বাদি হয়ে একটি মিথ্যা মামলা দায়ের করে। তারপর তার মেয়ে রশনা বেগম (২৫) কে দিয়ে ২২/০৮/২০২১ইং তারিখে আমাদের উপর আরো একটি মিথ্যা মারামারি ও নারী শিশু নির্যাতন মামলা দায়ের করে। মামলা নং এয়ারপোর্ট সি.আর নং ১৬২/২০২১ এই মামলাটি আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট। তদন্ত করেন। দীর্ঘ অনুসন্ধান ও স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পিবিআই সিলেট মামলাটির ফাইন্যাল প্রতিবেদন দাখিল করেন যে, এই মামলাটি মিথ্যা, বানোয়াট, হয়রানি মূলক ও উদ্দেশ্য প্রনোদিত। তাছাড়া উল্লেখ্য যে, এই আনসার আলী, তাহার স্ত্রী ও ছেলে মেয়ে দিয়ে (অতীতে) বিভিন্ন সময়ে ও তারিখে আদালত ও থানায় ছয়টি মিথ্যা মামলা দায়ের করে যার মধ্যে চারটি মামলা থেকে আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হয়েছি। উল্লেখ্য যে, আনসার আলীর স্ত্রী ফুলমালা বেগম (৩৫) বাদী হয়ে এয়ার্পোট থানায় ১৭/০৮/২০২০ইং তারিখে ৫০৬ পেনাল কোড তৎসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯ (৩) তৎসহ এসিড অপরাধ দমন আইন ২০০২ এর ৫ ধারায় একটি মিথ্যা মামলা দায়ের করেন এবং উপযুক্ত তথ্য প্রমাণ না পেয়ে পিবিআই সিলেট এই মামলাটি মিথ্যা মামলা হিসাবে আদালতে ফাইনাল রির্পোট প্রদান করেন। এভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে। সাংবাদিকরা জাতির বিবেক ও জাতির দর্পন এবং আপনাদের পত্রিকা ও চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মাননীয় প্রধান মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুরো দেশবাসীর কাছে আমাদের একটাই আবেদন একজন মামলাবাজ, ভুমি খেকু, সন্ত্রাসী, চোর, এবং একই সাথে আট জন স্ত্রীর স্বামী আনসার আলী, তাহার স্ত্রী এবং ছেলে মেয়েদের সন্ত্রাসী কর্মকান্ড ও মিথ্যা মামলা থেকে আমাদের বাঁচাতে আপনাদের সহযোগীতা আমাদের বড়ই প্রয়োজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *