বরকলে ইউএনও জুয়েল রানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জাতীয়

মো আরিফুল ইসলাম সিকদার:

আজ ২৩শে নভেম্বর রোজ বুধবার রাঙ্গামাটির বরকল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো জুয়েল রানার পদন্নোতিজনিত বদলি বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা,ভাইসচেয়ারম্যান শ্যামরতন চাকমা,সুচরিতা চাকমা,ভুষনছড়া ইউপি চেয়ারম্যান মো মামুনর রশীদ মামুন,বরকল থানা অফিসার ইনচার্জ মো নাসির উদ্দিন,আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা,সুভলং ইউপি চেয়ারম্যান তরুনজ্যোতি চাকমা,বড় হরীনা ইউপি চেয়ারম্যান নীলাময় চাকমা,বরকল ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা,বরকল প্রেস ক্লাবের সভাপতি শান্তিময় চাকমা ও সাধারন সম্পাদক মো আরিফুল ইসলাম,ভুষনছড়া প্যানেল চেয়ারম্যান আব্দুস সবুর তালুকদার,ভুষনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সাইদ মেম্বার,যুবলীগের সাধারন সম্পাদক দোলন দাস,সুভলং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম,বরকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চিংহেন রাখাইন,সাধারন সম্পাদক সমসের আলি,সাবেক ছাত্রনেতা দোলন দাস,ভুষনছড়া কলেজের অধ্যক্ষ মো মিজানুর রহমান,বরকল রাগীব রাবেয়া কলেজের অধক্ষ্য নৈচিং রাখাইন,প্রথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছালামসহ বিভীন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় বক্তব্য রাখেন,বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা,ওসি নাছির উদ্দিন,ভুষনছড়া ইউপি চেয়ারম্যান মো মামুনর রশীদ মামুন,তরুনজ্যোতি চাকমা,নৈচিং রাখাইনসহ আরো অনেকে। উক্ত সভায় বক্তারা বলেন,তিনি বিগত দের বছরে বরকলে অনেক উন্নয়ন করেছেন।ভুষনছড়া আইডিয়াল কলেজ ও বরকল বালিকা বিদ্যালয় তার মধ্যে অন্যতম।বিগত দেড় বছরে বরকল উপজেলার অনেক অসহায় ব্যাক্তিদের পাশে দাড়িয়েছেন তিনি।বরকলের অবকাঠামোগত উন্নয়নে তিনিই ছিলেন অত্র উপজেলার সর্বাত্মক ফ্রণ্ট লাইনের যোদ্ধা। তার বিদায়ে অশ্রুসিক্ত হয়েছেন বরকল উপজেলার কর্মকর্তাসহ সাধারন জনগন।বিদায়ের বেলায় তিনি নিজেও কাধলেন আর কাদিয়ে গেলেন উপস্থিত সবাইকে।দুর্গম বরকলে সাধারনত কোন কর্মকর্তারা এসে থাকতে চান না।কিন্তু তিনি ছিলেন ভিন্ন।অন্যান্যদের মত নাম মাত্র অফিস হাজিরা না দিয়ে বরং নিষ্ঠার সাথে কাজ করেছেন বরকলের জেলা পরিষদের নির্মিত রেস্ট হাউজের একটি ছোট্টরুমে থেকে। জনপ্রিয় এই সরকারি কর্মকর্তা ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পরবর্তি দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *