মোঃ সরওয়ার হোসেন, গোলাপগঞ্জ প্রতিনিধি :: ভাদেশ্বর মডেল ফাযিল (ডিগ্রি) মাদরাসায় “প্রবাসী ছাত্র পরিষদ” কর্তৃক বণ্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশত শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরন ও দোয়া মাহফিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়।
২৩ নভেম্বর (বুধবার) সকাল সাড়ে ১১ঘটিকায় জনাব মাওঃ শফিক উদ্দিন সাহেবের উপস্থাপনা ও অধ্যক্ষ জনাব মাওঃ শুয়াইবুর রহমান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র মোঃ জাহাঙ্গীর হোসেন এবং গজল পরিবেশন করেন মোঃ আল শাহীদ আহমদ।
প্রবাসী ছাত্র পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক ছাত্র মাওঃ মোঃ লুৎফুর রহমান, মাওঃ মোঃ আব্দুল্লাহ আল নুমান, মাওঃ সাইফুল ইসলাম সাইফী, ফ্রান্স প্রবাসী মোঃ নুরুল হক হেলু আরো বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক জনাব আনোয়ার হোসেন, আরবি প্রভাষক হাফিজ মাওঃ জনাব আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ জনাব মাওঃ ইউনুছ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।
অধ্যক্ষ মহোদয়ের সমাপনী বক্তব্য ও মিলাদের মাধ্যমে সভা শেষে দোয়া পরিচালনা করেন মাদরাসার প্রবীন শিক্ষক জনাব মাওঃ ময়নুল হক সাহেব।
শেয়ার করুন