আরিফুল ইসলাম সিকদার,রাঙামাটিঃ-
আজ বর্ণিল আয়োজন ও নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটি প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবাষির্কী আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় মিলিত হয়।
রাঙামাটি প্রেসক্লাবে’র সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলের সভপতিত্বে প্রতিষ্ঠবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার। এসময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার), রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া,রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবীর ও রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ উপস্থিত ছিলেন।