দেশের পাঁচটি পৌরসভা ও ৪৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং ১৮টি ইউনিয়ন পরিষদে বিভিন্ন পদে আগামী ২৯ ডিসেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে সিলেট বিভাগের ৪টি ইউনয়ন।
এসব ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মনোনীত করেছে। রবিবার (২৭ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তরসম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়নের এই তালিকা প্রকাশ করা হয়।
এর আগে বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে করেনস্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেট বিভাগের ৪টি ইউনিয়ন হচ্ছে- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ও ব্রাহ্মণডুরা, মৌভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা এবং সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা সুরমা।
এগুলোর মধ্যে নুরপুর ইউনিয়নে মো. সেবন মিয়া, ব্রাহ্মণডুরায় হুসাইন মো. আদিল, ফুলতলায় মাসুক আহমদ মাসুক ও সুরমা ইউনিয়নে মো. তাজুল ইসলাম নৌকার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন