সেলিম মাহবুব, ছাতকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির এক মতবিনিময় সভা শুক্রবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা.এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।##