সাকিবের স্পিন জাদুতে ‌‌‘১৮৬’-তেই শেষ ভারত

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৮৬ রানে গুটিয়ে গেছে রোহিত শর্মার ভারত। সাকিব আল হাসানের পাঁচ উইকেট শিকার এবং এবাদত হোসেনের চার উইকেটের কল্যাণে দুইশ’র নিচে ভারতীয়দের আটকে রাখতে পেরেছে টাইগার শিবির।

বাংলাদেশের বিপক্ষে মিরপুরের হোম অব ক্রিকেটে প্রথম ওয়ানডে ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমে ৫২ বল আগেই থেমে গেছে ভারতীয় ব্যাটিং ইনিংস। ৪১ ওভার ২ বলে ১৮৬ রান তুলতে পারে দলটি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এগিয়ে যেতে হলে বাংলাদেশকে করতে হবে মোটে ১৮৭ রান।

মিরপুরে এদিন ম্যাচের শুরু থেকেই খেলার লাগাম ছিল বাংলাদেশের হাতেই। শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের চাপে রাখে বাংলাদেশের বোলাররা। ভারতীয় ইনিংসের ৬ষ্ঠ ওভারে শিখর ধাওয়ানকে ফিরিয়ে যার শুরু। ধাওয়ানকে ব্যক্তিগত ৭ রানের মাথায় বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান মিরাজ।

দ্বিতীয় উইকেট জুটিতে ভারতীয় অধিনায়ক রোহিত এবং তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ২৫ রানের জুটি গড়ে প্রতিরোধের আভাস দেন। তবে বল হাতে সাকিব আসতেই বদলে যায় দৃশ্যপট। সাকিব ম্যাচে প্রথমবার বল হাতে তুলে নিয়েই এক ওভারে তুলে নেন ২ উইকেট। আর দুটি নামই হচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় দুই নাম। রোহিত শর্মা এবং কোহলি।

রোহিতকে ব্যক্তিগত ২৩ রানের মাথায় দারুণ এক আর্মারে বোল্ড করে ফেরান সাকিব। এর দুই বল পর কোহলিকে লিটনের ক্যাচে পরিণত করেন তিনি। তবে কোহলির উইকেটের জন্য সাকিবের চেয়েও বেশি কৃতিত্ব দেওয়া যায় লিটনকে। ৯ রান করা কোহলিকে দুর্দান্ত এক ক্যাচে পরিণত করেন লিটন।

৪৯ রানের মধ্যে ৩ উইকেট হারানো ভারতকে এরপর পথে দেখানোর চেষ্টা করেন শ্রেয়াস আইয়ার ও সহ অধিনায়ক লোকেশ রাহুল। দুইজনে চতুর্থ উইকেট জুটিতে ৪৩ রান যোগ করেন। তবে এবাদত হোসেনের শর্ট বল পুল করতে গিয়ে টপ এজে শ্রেয়াস ফিরলে ভাঙে জুটিটি। আউট হওয়ার আগে ২৪ রান করেন তিনি।

এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে লোকেশ রাহুল দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। সাকিব নিজের দ্বিতীয় স্পেলে এসে এই জুটিকেও স্থায়ী হতে দেননি। ১৯ রান করা ওয়াশিংটনকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন সাকিব।

এই সময় সাকিবের বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে ম্যাচ থেকে প্রায় পুরোটাই ছিটকে যায় ভারত। ৪ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বসে তারা। সাকিবও নিজের ৭ ওভার পূর্ণ হওয়ার আগে ম্যাচে পাঁচ উইকেট শিকার করে ফেলেন। এছাড়াও দারুণ এক ক্যাচও ধরেন।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এটি সাকিবের চতুর্থবারের মতো পাঁচ উইকেট শিকার। ভারতের বিপক্ষে অবশ্য এবারই প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেট শিকার করেছেন। ওয়ানডে ক্যারিয়ারে এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি এবং আফগানিস্তানের বিপক্ষে অন্য ফাইফার শিকার করেন।

ভারতীয় ইনিংসের বাকী দুই উইকেট শিকার করেন এবাদত হোসেন। আর তাতে ১৮৬ রানের মধ্যে অলআউট হয়ে যায় ভারত। অবশ্য এর জন্য ভারতীয়রা লোকেশ রাহুলকে ধন্যবাদ দিতেই পারে। এই ব্যাটসম্যান এক প্রান্ত আগলে ধরে ৭৩ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।

সাকিব এদিন ১০ ওভারে ২ মেডেনে ৩৬ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন। এছাড়াও এবাদত ৪৭ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। টাইগারদের পক্ষে অন্য উইকেটটি শিকার করেন মেহেদী হাসান মিরাজ, সেটিও ৪৩ রানের বিনিময়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *