স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
অভয়নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম হায়দার ডাবলুকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার (৪ ডিসেম্বর) বিকালে যশোর শহরের জেস টাওয়ার সংলগ্ন কর্মস্থল থেকে তাকে গ্রেফতার করে যশোর কোতয়ালী থানা পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখান বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এব্যাপারে জানতে চাইলে বিএনপির একাধিক নেতা জানান- বিএনপি’র চলমান গণতান্ত্রিক আন্দোলন ও আসছে ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ বানচাল করতে পরিকল্পিতভাবে বিএনপি নেতা কাজী গোলাম হায়দার ডাবলুসহ নিরাপরাধ নেতৃবৃন্দকে গ্রেফতার করা হচ্ছে। হামলা মামলা ও হুমকি ধামকি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবেনা উল্লেখ করে অনতিবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবী করেন তারা।
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত কাজী গোলাম হায়দার ডাবলুর নিঃশর্ত মুক্তি দাবী করেছেন। উল্লেখ্য অভয়নগর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম হায়দার ডাবলু অভয়নগর ও যশোরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।