ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:
পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চৈতননগর গ্রামে বন্যার্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ করেছেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্য প্রবাসী সফিক মিয়া।
শুক্রবার (৮ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্য প্রবাসী সফিক মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা আছাব উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কবির আহমদ, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন