সিলেটের বিভিন্ন ওয়ার্ডে মোট ৯টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করতে যাচ্ছে সিলেট সিটি করপোরেশন। নগরবাসীর প্রাথমিক সেবা নিশ্চিতকরণে সিলেট সিসিকের নিজস্ব ব্যবস্থাপনায় এবং ইউনিসেফের সহযোগিতায় এসব প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিচালিত হবে।
সোমবার (১৯ ডিসেম্বর) সিলেট সিটি করপোরেশন গণ সংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সিসিকের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পীরমহল্লা, ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলায় মদিনা হাউজিং, ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরী পাড়া এবং ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খোজারখলায় আগামীকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু হবে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মঙ্গলবার সকাল ১১টায় সিসিকের ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরী পাড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন করবেন। একই দিনে বাকী তিনটি স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম চালু হবে। শীঘ্রই নগরে আরও ৫টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শেয়ার করুন