এসএমপির যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সিলেট

ডেস্ক রিপোর্ট : ২০২০ সালের সপ্তদশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন এলাকার স্কুল ও কলেজ পর্যায়ের কেন্দ্রগুলোতে পরীক্ষা চলাকালে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- সিলেট মেট্রোপলিটন এলাকার কেন্দ্রসমূহে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন, ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোনো কাজ করা নিষিদ্ধ ঘোষণা করা হলো।

প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো।
এসএমপি আইন-২০০৯ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতা বলে এই আদেশ আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দ্রগুলো হলো—সিলেট এমসি কলেজ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, মদন মোহন কলেজ, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ, বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, সিলেট সরকারি অগ্রগামী গালর্স স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি পাইলট হাইস্কুল, পূর্বশাহী ঈদগাহ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা, সৈয়দ হাতীম আলী হাইস্কুল, আম্বরখানা গালর্স উচ্চ বিদ্যালয় ও কলেজ, ইছরাব আলী হাইস্কুল অ্যান্ড কলেজ, শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, লাক্কাতুরা সিলেট সরকারি হাইস্কুল, টুকেরবাজার হাজী আব্দুস সাত্তার হাইস্কুল, শাহপরাণ (রহ.) হাইস্কুল, শাহপরাণ (রহ.), মঈন উদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, জাঙ্গাইল শফির উদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ, সোবহানীঘাট হযরত শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা, দি এইডেড হাইস্কুল, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, রাজা জি সি হাইস্কুল, শাহজালাল উপশহর হাইস্কুল, আব্দুল গফুর ইসলামিয়া আইডিয়াল হাইস্কুল, দক্ষিণ সুরমা হাইস্কুল, দক্ষিণ সুরমা নসিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, লালাবাজার বিএল হাইস্কুল, রসময় মেমোরিয়াল হাইস্কুল, রিকাবীবাজার বাগবাড়ি পিডিবি হাইস্কুল, পুলিশ লাইন্স হাইস্কুল, উপশহর শাহজালাল আদর্শ গালর্স হাইস্কুল, বাংলাদেশ ব্যাংক স্কুল, উপশহর, টিবি গেইট সরকারি শিক্ষক ট্রেনিং কলেজ, কাজী জালাল উদ্দিন মহিলা উচ্চ বিদ্যালয়, তেঁতলী মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়, শেখঘাট মইনুনেছা বালিকা উচ্চ বিদ্যালয়, ওসমানী মেডিকেল হাইস্কুল, মিরের ময়দান, মদন মোহন কলেজ তারাপুর ক্যাম্পাস, আলমপুর দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুল, পীরেরবাজার জাহিদিয়া এম ইউ হাইস্কুল।

উল্লেখ্য, ২০২০ সালের শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *