এম ইয়াকুব হাসান অন্তর
হবিগন্জ প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেেম্বর) লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মরমী সাধক,কবি ও “নিশীথে যাইয়ো ফুলেরে ভোমরা,নিশীথে যাইয়ো ফুল বনে” সহ অসংখ্য কালজয়ী গানের রচয়িতা শেখ ভানু শাহ এর ১০৩ তম বার্ষিক অনুষ্ঠিত হচ্ছে। ওরস উপলক্ষে শেখ ভানু শাহ এর মাজার পরিচালনা কমিটি দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহন করছে। এর মধ্যে ওয়াজ মাহফিল,জিকির – আসকার,মিলাদ ও দোয়া মাহফিল। এদিন ভোরে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটবে। ওরসে দূর- দুরান্ত থেকে শত শত আশেকান ও ভক্তবৃন্দের সমাবেশ ঘটবে। ভক্তবৃন্দের পদভারে মুখরিত হয়ে উঠবে মাজার প্রাঙ্গন।এদিকে ওসর উপলক্ষে মাজার প্রাঙ্গনে মেলা বসছে। মেলায় ইতিমধ্যে দোকানীরা হরেকরকমের পন্য সামগ্রীর পসরা নিয়ে বসে গেছে। বিনোদনের জন্য রয়েছে বিভিন্নরকম রাইড যেমন চরকি নাগরদোলা সহ বিভিন্ন ধরনের খেলা।
শেয়ার করুন