আসছে জানুয়ারি মাসে চীনে প্রতি দিন কমপক্ষে ২৫ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবেন বলে ভয়াবহ এক পূর্বাভাস দিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বিশেষ একটি গাণিতিক মডেল ব্যবহার করে বিশেষজ্ঞদের একাংশ দেখিয়েছেন, কেন প্রতিদিন এতো বিপুল সংখ্যাক চীনা নাগরিক করোনা আক্রান্ত হয়ে মারা যাবেন।
তাদের দাবি চীন করোনা তথ্য না জানালেও, দেশটিতে প্রতিদিন ৯ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। গত সপ্তাহে এই সংখ্যাটা পাঁচ হাজারের নীচে ছিল বলে দাবি তাদের।
বিশেষজ্ঞরা আরও দাবি করেছেন, ১৩ জানুয়ারি চীনে সর্বোচ্চ মাত্রায় পৌঁছবে কোভিড সংক্রমণ। ওই দিন তিন কোটি আট লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হতে পারেন।
২৩ জানুয়ারি সর্বাধিক মানুষের মৃত্যু হতে পারে। ওই দিন ২৫ হাজার জনের মৃত্যু হতে পারে কোভিডে। সেক্ষেত্রে চীনে কোভিডে মৃত মানুষের সংখ্যা হবে পাঁচ লক্ষ ৮৪ হাজার।
তবে চীনের স্বাস্থ্য দফতর জানিয়েছে, ৭ ডিসেম্বর পর্যন্ত কয়েক হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। আর, কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা মাত্র দশ।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কিছু দিন আগেই কোভিড নিয়ে স্বচ্ছ পরিসংখ্যান প্রকাশ করার জন্য চীনকে অনুরোধ জানিয়েছেন। নাহলে পরিস্থিতি কঠিন হবে বলেও হুশিয়ারী দিয়েছেন তিনি।
শেয়ার করুন