দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য ও যুগান্তরের অনুসন্ধানী সাংবাদিক নেসারুল হক খোকনের বিরুদ্ধে নৌ পুলিশের এসপি আব্দুল্লাহ আরেফের স্ত্রীর দায়ের করা মামলা প্রত্যাহারে মানববন্ধনে করেছেন স্থানীয় সাংবাদিকরা।
৩১ডিসেম্বর শনিবার বেলা ১১ টায় দিরাই প্রেসক্লাবের আয়োজনে দিরাই থানা পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিরাই প্রেসক্লাবের আহ্বায়ক সোহেব হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- সাংবাদিক শামসুল ইসলাম সরদার খেজুর, জিয়াউর রহমান লিটন, প্রবাসী সাংবাদিক হারুন মিয়া, শাহজাহান মাহমুদ হেলাল, ইমরান হোসাইন, আবু হানিফ চৌধুরী, মোশাহিদ আহমদ, প্রশান্ত সাগর দাস, হিল্লোল পুরকায়স্থ, রুকনুজ্জামান জহুরী, সৈদুর রহমান, দিপংকর বনিক দিপু, মহিবুর রহমান, আক্তার সাদিক, জাকারিয়া হোসেন জুসেফ, জীবন সূত্রধর, রুম্মান মিয়া, আমির হোসাইন প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, ‘আব্দুল্লাহ আরেফ একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। তিনি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিবর্তে নিজেই দুর্নীতি লালন করছেন। বক্তরা বলেন মামলা প্রত্যাহার না হলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিকরা।