আজ যশোরের অভয়নগরের মালোপাড়ায় সংগঠিত সহিংসতার ৯ম বর্ষ

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

২০১৪ সালের ৫ জানুয়ারি বাংলাদেশে সংগঠিত হয় ৯ম জাতীয় সংসদ নির্বাচন।নির্বাচনের কয়েক ঘন্টা পরে যশোর জেলার অভয়নগর উপজেলার মালোপাড়ায় স্বাধীনতা বিরোধী চক্রের হাতে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ন্যায় সহিংসতার ঘটনা ঘটায়।
৮/১০টি বাড়ি পুড়িয়ে দেয়ার পাশাপাশি তারা শতাধিক বাড়ি ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। হামলার সময় প্রাণ নিয়ে প্রায় ৭শত নারী-পুরুষ-শিশু গ্রাম ছেড়ে ভৈরব নদ পার হয়ে পাশের দেয়াপাড়া গ্রামে আশ্রয় নেয়।আজ সংহিতার নবম বর্ষ।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী অভয়নগর শাখা দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার( ৫ জানুয়ারি) দুপুরে মালোপাড়ার মন্দির প্রাঙ্গণে এক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে।
আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উদীচী অভয়নগর শাখার সভাপতি সুনীল কুমার দাস। বক্তব্য রাখেন,বিভার চেয়ারম্যান ও উদীচীর অভয়নগর শাখার সা: সম্পাদক অধ্যাপক সুকুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির প্রেমবাগ ইউপি শাখার সহ সম্পাদক শেখর বর্মণ, সদস্য বিশ্বজিৎ সরকার, উজ্জ্বল সরকার,বাঁধন দাস,বিপ্র বর্মণ,ডা.উৎপল বর্মণ, অমেলা সরকার,সাধনা সরকার, জয়ন্তী বিশ্বাস।
পরে সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *