ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি পাকিস্তানের কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্তি লাভ করে তার স্বপ্নের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (১০ জানুয়ারী) দুপুরে বিদ্যালয়ের কনফারেন্স হলরুমে ওই আলোচনা সভা অনুষ্টিত হয়।
প্রতিষ্টানের অধ্যক্ষ একেএম সিফত আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাসুক মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ফারুক আহমদ।
বক্তব্য রাখেন প্রতিষ্টানের সহ প্রধান শিক্ষক মো. রাশেল মিয়া। সভার শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মো. আছমত আলী ও গীতা পাঠ করেন সহকারি শিক্ষক শংকর চন্দ্র পাল।
এসময় উপস্হিত ছিলেন সহকারী শিক্ষক কামাল মিয়া, গৌতুম চন্দ্র সাহা, মাসুম তালুকদার, নায়েব আলী, হুসাইন আহমদ, কামরুন নাহার পলি, শুক্লা দেবী, প্রভাষক শাহীন আলম, সাইফুল ইসলাম, রওশন আক্তার, শাহজাদা সামীর সহ প্রমুখ।
শেয়ার করুন