তাহিরপুরে বিএসএফ’র গুলিতে আহত যুবকের মৃত্যু

সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে বিএসএফএ’র গুলিতে আহত দেলোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করে। নিহত দেলোয়ার সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম বুরুঙ্গা ছড়ার আব্দুর রশীদের ছেলে।

নিহতের সত্যতা নিশ্চিত করেছে নিহতের আপন ছোট ভাই আমির হোসেন ও সুনামগঞ্জ ২৮ বিজিবি পরিচালক মো: মাহবুবুর রহমান পিবিজিএম।

উল্লেখ, শুক্রবার দুপুরে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়ন বুরুঙ্গা ছড়া এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১৯৯ পিলার বিএসএফ কর্তৃক এক বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ ও এক বৃদ্ধা মারধরে আহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় বিজিবি টহল জোড়দার করেছে বলে জানান।

বিএসএফ’র গুলিতে দেলোয়ার হোসেন নামে এক যুবক কোমরে গুলি বিদ্ধ হয়ে গুরুত্বর আহত হলে প্রথমে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার বিকেলে পাঠানো হয়েছিলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *