৩৯নং ওয়ার্ডে সিলেট নগর জামায়াতের ঢেউটিন বিতরণ ও ঘর হস্তান্থর

সিলেট

 

সামর্থ অনুযায়ী জামায়াতের বন্যা পরবর্তী পুনর্বাসন
কার্যক্রম অব্যাহত রাখা হবে ইনশাআল্লাহ
—মুহাম্মদ ফখরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ভয়াবহ বন্যার ৭ মাস পেরিয়ে গেলেও জামায়াতের বন্যা পুনর্বাসন কাযক্রম, ক্ষতিগ্রস্থ ঘর নির্মাণ, সংস্কারের জন্য ঢেউটিন বিতরণ কাজ এখনো অব্যাহত রয়েছে। সামর্থ অনুযায়ী এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানবতার কল্যানে কাজ করে। আদর্শিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়েই জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। সীমাহীন জুলুম নিপীড়ন, হামলা-মামলা, খুন-গুম ও নির্যাতনের স্টীম রোলার চালানো হয়। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতের এই পথচলা থামিয়ে দেয়ার সাধ্য কারো নেই। মানবতার কল্যাণে জামায়াত কাজ করে যাবেই। ইনশাআল্লাহ।

তিনি বুধবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে জালালাবাদ থানার ৩৯নং ওয়ার্ডের টুকেরবাজার এলাকায় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ পরিবারের বসতঘর সংস্কারের জন্য ঢেউটিন বিতরণ ও নির্মাণ করা নতুন ঘর হস্থান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে ১১টি পরিবারের মাঝে গৃহ সংস্কারের জন্য ঢেউটিন বিতরণ করা হয় ও ১টি পরিবারের জন্য নতুনভাবে নির্মাণ করা পূর্ণাঙ্গ ঘর হস্থান্তর করা হয়।
জালালাবাদ থানা আমীর ক্বারী আলাউদ্দিনের সভাপতিত্বে ও ৩৯নং ওয়ার্ড সভাপতি ফয়সল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জালালাবাদ থানা সেক্রেটারী মাওলানা জুনাইদ আল হাবীব, সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, জামায়াত নেতা ওসমান গণি, ফয়ছল আহমদ ও ছাব্বির আহমদ প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *