মাধবপুরে মাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছেলে আটক

হবিগঞ্জ

রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

সাধুবেশ ধরে ও শেষ রক্ষা হলো না নিজ মার হত্যাকারী দিপু সরকারের।
মাধবপুরে ৩ বছর পর সাধুবেশী মা’কে হত্যাকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী দীপু সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯জানুয়ারি) রাতে শাহজীবাজার ফতেহগাজী মাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ২০০৪ সালে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের মনিপুর গ্রামের দীপু সরকার পারিবারিক কলহের জের ধরে তার মা রোশনবালা সরকারকে শাবলের ঘা দিয়ে হত্যা করে। এ ব্যাপারে মাধবপুর থানায় হত্যা মামলা রুজু হয়। দীর্ঘদিন পলাতক থেকে একপর্যায়ে আদালতে হাজির হয়ে অনেকদিন জেলে খেটে পরে জামিনে মুক্ত হয়।আদালত স্বাক্ষ্য প্রমান শেষে ২০২০ সালে দীপু সরকারকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। এরপর দিপু সরকার সাধু-ফকিরের বেশ ধরে বিভিন্ন মাজার-আখড়ায় পালিয়ে বেড়াতে থাকে।অবশেষে ৩ বছর পলাতক থাকার পর বৃহস্পতিবার(১৯ জানুয়ারি) রাতে মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এস.আই রাজীব কুমার রায়,এস.আই শুভ দেব সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শাহজীবাজার ফতেহগাজী মাজার থেকে সাধুবেশী দীপুকে আটক করে। দীপু সরকার মনিপুর গ্রামের রাজমোহন গোস্বামীর পুত্র।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *