রাসেল আহমদ,(গোলাপগঞ্জ প্রতিনিধি)::
গোলাপগঞ্জে ৩য় ইয়াগুল প্রিমিয়ারলীগ (YPL) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে (২০ জানুয়ারী) সমাজসেবী ফ্রান্স প্রবাসী মারুফ হকের পৃষ্ঠপোষকতায় ইয়াগুল মাঠে ফাইনাল খেলায় কামরুল স্ট্রাইকার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় আমিনুল স্পোর্টিং ক্লাব। খেলা শেষে বিজয়ীদের মধ্যে ১ম পুরস্কার নগদ ২৫ হাজার টাকা ও ২য় পুরস্কার নগদ ১৫ হাজার টাকা বিতরন করেন অতিথিবৃন্দ।
পৌর কাউন্সিলর ফারুক আলীর সভাপতিত্তে ও গোলাপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবললীগের সাংগঠনিক সম্পাদক শাহনাজ জাকারিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকি,গোলাপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান,এডভোকেট জয়নাল আবেদীন,পৌর কাউন্সিলর নজরুল ইসলাম,গোলাপগঞ্জ উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) নেতা কামাল আহমদ,পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমদ তারেক, ভাদেশ্বর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আল-আমীন হোসেন প্রমুখ।
ইয়াগুল স্পোর্টিং ক্লাবের সদস্য ও আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন রুবেল আহমদ মাস্টার, কামরুল ইসলাম,রনি আহমদ, মাহবুব আহমদ, সাকিব আহমদ, মুহিব মিয়া, মুকিত মিয়া, মিনহাজ উদ্দিন, সাজু আহমদ।
ইয়াগুল স্পোর্টিং ক্লাবের ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খেলার পৃষ্ঠপোষক সমাজসেবী ফ্রান্স প্রবাসী মারুফ হক।
এছাড়া খেলায় ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ ও সেরা খেলোয়াড়দের মধ্যে ক্রেস্ট বিতরন করেন অতিথিবৃন্দ।
শেয়ার করুন