সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ ১৬ মার্চ ২০২৩।
একই দিনে উপজেলার ১নং সদর ইউনিয়ন,২নং মাইজগাঁও ইউনিয়ন (শুন্য পদে) ৩নং ঘিলাছড়া ইউনিয়ন, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন ও ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে জানা যায়, রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২০ ফেব্রুয়ারি ও প্রার্থীতা প্রত্যাহারে শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি।
এদিকে নির্বাচন অনুষ্ঠানের খবরে সরব হয়ে উঠেছে ফেঞ্চুগঞ্জ। প্রার্থী হতে আগ্রহী ব্যক্তি ও সমর্থকরা জোরালো ভাবে জানান দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বর্তমানে ইউনিয়নগুলোর মধ্যে চেয়ারম্যান হিসেবে আছেন, সদর ইউনিয়নের কাজী বদরুদ্দোজা, মাইজগাও ইউনিয়নের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী ইন্তেকাল করার শুন্য পদে ভোটগ্রহণ হবে, ঘিলাছড়া ইউনিয়নে হাজী লেইস চৌধুরী, উত্তর কুশিয়ারা ইউনিয়নে আহমেদ জিলু, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে মো. এমরান উদ্দিন।এবার ৫টি ইউনিয়নেই নতুন ও তরুণ প্রার্থীদের নাম শুনা যাচ্ছে।
শেয়ার করুন