হবিগনজ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলা শহরে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার রিপা আক্তারকে (২৪) তার দেড় বছরের শিশু সন্তানসহ কারাগারে পাঠানো হয়েছে।
মাদক সংশ্লিষ্টতায় আগে থেকেই কারাগারে রিপার স্বামী হানিফ মিয়াও। এ পরিবারটি হবিগঞ্জ জেলা শহরের উমেদনগর কুচিয়ার বিল এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী হাবিবুর রহমান।
তিনি বলেন, রবিবার (২২ জানুয়ারি) বিকেলে ৪০ পিস ইয়াবাসহ রিপাকে গ্রেপ্তার করা হয়েছিল। এ সময় শিশুটি তার মায়ের হাত ছাড়ছিল না, কান্না করছিল। এজন্য মায়ের ইচ্ছায় তার সঙ্গে শিশুটিকেও আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক শিশুটিকে তার মায়ের সঙ্গে থাকার আদেশ দিয়েছেন। এজন্য দুইজনকেই কারাগারে পাঠানো হয়েছে।
শেয়ার করুন