সিলেটে বিপিএলের টিকেট নিতে দীর্ঘ লাইন

খেলাধুলা

বিপিএলের টিকেট নিতে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোর থেকেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনের বুথে লম্বা সারি। ভিড় করেন কয়েকহাজার মানুষ। লম্বা লাইনে সবাই দাঁড়িয়ে আছেন টিকেটের জন্য। সময় বাড়ার সাথে সাথে এ লাইন লম্বা হতে থাকে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা যায়, বিপিএলের টিকিট বিসিবি বিক্রি করবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামের মূল গেটের বুথে। ম্যাচের দিন ও এর আগের দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত বুথে টিকিট পাওয়া যাবে।

সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের ম্যাচ। শুক্রবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া এ টি-২০ লিগের টিকিট বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) হতে দুটি কেন্দ্রে পাওয়া যাবে।

সর্বনিম্ন ২০০ টাকা রাখা হয়েছে ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়ার টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউজের টিকিট মিলবে ৫০০ টাকায়।

২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের সিলেট পর্ব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *