সিলেট নগরীর সোবহানিঘাট পয়েন্টে ট্রাভেল স্কাই উদ্বোধন করা হয়েছে। রবিবার( ২৯ জানুয়ারি) বিকেল ৩ টায় কেক ও ফিতা কেটে ট্রাভেল স্কাই এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ।
ট্রাভেল স্কাই এর ব্যবস্থাপনা পরিচালক ইসলাম উদ্দিন বলেন, আমাদের প্রধান অফিস ঢাকা এয়ারপোর্টের, হজ্ব ক্যাম্প, উত্তরা, সেক্টর-০৪ এ অবস্থিত, পাশাপাশি সমগ্র সিলেটবাসীর জন্য ট্রাভেলস সেবা দেওয়ার জন্যই সিলেটের সোবহানিঘাট নাজ কমপ্লেক্সে এই শাখা উদ্বোধন হলো, ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ আমাদের ট্রাভেল স্কাই এর সেবা নিয়ে থাকেন, সেখান থেকে উনার সাথে সম্পর্ক, আজ তিনি বিপিএল খেলার সুবাদে সিলেট অবস্থানকালে আমাদের এই শাখা উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, খাদিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, সহ বিভিন্ন স্থরের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
শেয়ার করুন