পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৯০ জন।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে জনবহুল পুলিশ লাইন্স এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, হাসপাতালে এ পর্যন্ত প্রায় ৯০ জন আহতকে আনা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুত্বর।
স্থানীয় কর্তৃপক্ষ এ পর্যন্ত ১৭ জনের নিহতের তথ্য নিশ্চিত করেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
অসিম জানান, বোমা বিস্ফোরণের এলাকাটিতে নিরাপত্তা বেষ্টনি তৈরি করেছে পুলিশ। শুধুমাত্র অ্যাম্বুলেন্স এই এলাকায় প্রবেশ করতে পারছে।
পুলিশ কর্মকর্তা সিকান্দার খান জানিয়েছেন, মসজিদের ধ্বংসাবশেষে অনেক লোক আটকা পড়েছেন বলে মনে করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে।
তাৎক্ষনিক এ ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। বোমাটি হাসপাতালে রাখা ছিল নাকি এটি একটি আত্মঘাতি হামলা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
শেয়ার করুন