শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) কর্তৃক ১৯০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
আজ শনিবার দুপুরে লেঃ কমান্ডার বিএন এম মামুনুর রহমান এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে গত (১৫ জুলাই) আনুমানিক ১০টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনা জেলার পাইকগাছা থানার অন্তর্গত শান্তা লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৯০ পিস ইয়াবা ও ৩৩০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি খুলনা জেলার কয়রা থানার চানিরচক ভান্ডারপোল গ্রামের আয়জুল সরদারের ছেলে মোঃ রবিউল সরদার (২৮)।
জব্দকৃত ইয়াবা, গাঁজা ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন