তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ
টাকার জন্য গোয়াইনঘাট কলেজে পড়ালেখা বন্ধ হবে না এমন আহ্বান করে গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক নবীন শিক্ষার্থীদের বলেন, লক্ষ্য একটাই তোমরা শুধু মানুষের মতো মানুষ হবে। আজকে সবার সামনে বক্তৃতায় বলে গেলাম বলে যোগ করেন তিনি।
গতকাল বুধবার (১লা ফেব্রুয়ারি) গোয়াইনঘাট সরকারি কলেজ আয়োজিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক দিলরুবা বেগমের সঞ্চালনায় এর আগে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান।
এ সময় শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দেব, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি ফারুক আহমদ, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক দিলওয়ার হোসেন বাবর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শামসুল ইসলাম।
ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শামীম আহমদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পুলকরঞ্জন চৌধুরী ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাইদুর রহমান প্রমুখ।