আরিফুল ইসলাম সিকদার:
আজ ০৩ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা শাখা সভাপতি মোঃ খালিদ রেজার সভাপতিত্বে এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদ বিন খলিল এর সঞ্চালনায়
লংগদু উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উপজেলা কমিটি গঠন সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার সংগ্রামী সভাপতি বিপ্লবী ছাত্রনেতা এইচ. এম. ইমাম হোসেন কুতুবী।
প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি মুফতী মোহাম্মদ আবদুল মান্নান হাফিজাহুল্লাহ,
এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ আলী, জনাব ইয়াছিন আলী,
জনাব আলতাফ হোসেন সওদাগর, জনাব মুজিবুর রহমান, মাওলানা হাফেজ ইসমাইল হোসেন, প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক অবস্থা খুবই শোচনীয়। সকলকে জাহেলিয়াতের অবসান ঘটিয়ে সমাজের সর্বস্তরে পূর্ণ দ্বীন কায়েমের সর্বোচ্চ ফিকির করতে হবে। এবং তথাকথিত ছাত্র রাজনীতির নামে যেই নোংরা অবস্থা চলছে, তা থেকে বের হয়ে ইসলামি ধারার রাজনৈতিক অবস্থান তৈরি করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তালীম, তারবিয়াত, তানজিম ও ইনকিলাবের সমন্বয়ে দ্বীন কায়েমের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সরকারের শিক্ষা ব্যবস্হার শিক্ষা নীতি ২০২৩ সংশোধন করতে হবে, যে শিক্ষা ব্যবস্হার দ্বারা শিক্ষার্থীরা ধর্মের প্রতি অনিহা প্রকাশ করবে, এবং নাস্তিক হওয়ার সম্ভাবনা রয়েছে সেই শিক্ষা ব্যবস্হা আমরা চাইনা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান বক্তা বিগত উপজেলা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ২০২৩ ঘোষণা করেন। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন;
সভাপতিঃ মোঃ আলাউদ্দীন তানজিম
সহ-সভাপতিঃ এম.জাহিদ বিন খলিল
সাধারণ সম্পাদকঃ মোঃ আলাল উদ্দিন
পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।