রাসেল আহমদ,(গোলাপগঞ্জ প্রতিনিধি):
গোলাপগঞ্জ উপজেলার উজান মেহেরপুর গ্রামের মৃত সুরমান আলীর পুত্র সাইফুল ইসলাম (৪০),রুহেল আহমদ (৩০),কালাম আহমদ (২৫) কে আটক করেছে কুশিয়ারা তদন্ত কেন্দ্র পুলিশ।
জানা যায়,মামলার আসামীগং গত ৩০ জানুয়ারী,২০২৩ইং (সোমবার) বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামের নুরুল ইসলামের (পলাশ) স্ত্রী শাহেরা বেগম ও তার ভাই মনা মিয়ার স্ত্রী রুজনা বেগমকে দাঁড়ালো অস্ত্র দিয়ে মারধর করে জখম করে ও ৮০০০০ (আশি) হাজার টাকা মূল্যের স্বর্নের অলংকার এবং বসতঘরের জিনিসপত্র ভাংচুর করে অনেক টাকার ক্ষতিসাধন করেছে।তাৎক্ষণিক নুরুল ইসলাম (পলাশ) বাদী হয়ে কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলা রেকর্ড করে গতকাল (শুক্রবার) রাত ৩ ঘটিকায় কুশিয়ারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খান জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিমের বিশেষ অভিযানে মামলার ২,৩ ও ৪নং আসামিকে তাদের বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে কুশিয়ারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খান জালাল উদ্দিন প্রতিবেদকে ফোন আলাপে জানান, মামলার ৪ জন আসামির মধ্যে ২,৩ ও ৪নং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।মামলার প্রধান আসামি উত্তর আলমপুর গ্রামের আব্দুস শহীদের পুত্র শামীম আহমদ (৩৫) পলাতক রয়েছে।তাকে গ্রেপ্তারের পায়তারা চলছে, পুলিশ সোচ্চার রয়েছে ও আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আসামীদের গ্রেপ্তার করে কোর্টে হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন