ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে শেখ মো. কাওছার আলী’র ষষ্ঠ কাব্যগ্রন্থ ও পঞ্চম গীতিকাব্যগ্রন্ত্র ‘মায়ার তাবিজ’র প্রকাশনা উৎসব অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘জয়বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ’র আয়োজনে ওই প্রকাশনা উৎসবটি অনুষ্টিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘মায়ার তাবিজ’র মোড়ক উন্মোচন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
বাংলাদেশ সাম্যবাদী সাহিত্য পরিষদের সভাপতি সাম্যবাদী কবি সাইদুর রহমান সাইদ এর সভাপতিত্বে অনুষ্টিত প্রকাশনা অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কবি জাহানারা জায়গীরদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, স্বেচাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া সহ প্রমুখ।