মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার সিলেট নগরীর কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে ১১ কেভি ক্বীন ব্রীজ ফিডারের আওতাধীন মাছুদিঘীর পাড়, রামেরদিঘীর পাড়, তালতলা, তেলিহাওর, শেখঘাট, শুভেচ্ছ আ/এ, পশ্চিম কাজির বাজার, জিতু মিয়া পয়েন্ট ও তার আশপাশের এলাকা এবং ১১ কেভি জল্লারপাড় ফিডারের আওতাধীন দাড়িয়া পাড়া, জামতলা, খুলিয়াটুলা, জল্লারপাড়, লামাবাজার, সরষপুর গলি, মির্জাজাঙ্গাল, পশ্চিম জিন্দাবাজর (আংশিক) এলাকা।
শেয়ার করুন