স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট মানুষ তৈরী করতে হবে —ড. জয়া সেনগুপ্তা

সুনামগঞ্জ

দিরাই সুনামগঞ্জ প্রতিনিধিঃ

দিরাই-শাল্লার সাংসদ ড.জয়া সেনগুপ্তা বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে স্মার্ট মানুষ তৈরি করতে হবে। জয়া সেনগুপ্তা বলেন, বর্তমানে বৈশ্বিক সংকট চলছে, এ সংকট মোকাবিলায় সকলকে সতর্ক থাকতে হবে। সততা, দায়বদ্ধতা ও দেশ প্রেমে উজ্জীবিত হয়ে সতর্ক হয়ে কাজ করলে আমাদের সবধরনের সংকট মোকাবিলা করা সম্ভব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র মানুষের চিন্তা করে খাদ্যবান্ধব কর্মসুচীসহ অনেক কর্মসূচি চলমান রয়েছ , কৃষি ও কৃষক রক্ষায় কৃষি খাতে সর্বোচ্চ ভর্তুকি দেয়া হচ্চে। মানুষ আজ নির্বিঘ্নে চলতে পারছে। রবিবার বেলা সাড়ে ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন আয়োজিত আইন শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন। ইউএনও মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যন মঞ্জুর আলম চৌধুরী, অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এড. রিপা সিনহা, প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, ইউপি চেয়ারম্যানগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন । সভায় সরকারি খাস জমি নিয়ে বিরোধ ও অব্যবস্থাপনা এবং তা নিরসনে করনীয় , ডিলারদের মাধ্যমে কৃষকের মাঝে সার বিক্রি ও সুষ্ঠ ব্যবস্থপনায় দরিদ্রদের মধ্যে চাউল বিক্রি , এ ছাড়া সেচ সংকট, হাওর রক্ষা বাধঁ নির্মানে ধীর গতিসহ উপজেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *