আমার কোনো ম্যাজিক নাই, সব আল্লাহর রহমত: মাশরাফি

খেলাধুলা

বিপিএলে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের কাছে দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৯ রানে হেরে বিপিএলের নবম আসর শেষ হয়ে গেছে রংপুর রাইডার্সের। টস হেরে আগে ব্যাট করে সিলেট ৭ উইকেটে ১৮২ রান তোলে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রানের বেশি করতে পারেনি রংপুর। এদিকে বিপিএলের নবম আসরের ফাইনাল নিশ্চিত করে ফেলা সিলেট স্ট্রাইকার্স আগামীকাল ১৬ ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

 

এই প্রথম সিলেট উঠল বিপিএলের ফাইনালে। আর এই অর্জনের পেছনে অন্যতম কারিগর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিপিএলের ৯ আসর এই নিয়ে পঞ্চমবার ফাইনালে পা রাখলেন ম্যাশ। আগের চারবারই তিনি উঁচিয়ে ধরেছেন ট্রফি। তাহলে কি মাশরাফি কোনো জাদু জানেন? সিলেট স্ট্রাইকার্সের জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন মাশরাফি। সেখানে তার কাছে অধিনায়কত্বের ম্যাজিক সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি হাসির সুরে বললেন, ‘আমার কোনো ম্যাজিক নেই। সবই আল্লাহর রহমত। ফাইনালে প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক অনেক ভালো দল। এর মানে এই নয় যে আমরা ভালো খেলতে পারব না। আমি আশা করি, দলের সবাই আরও একটা ম্যাচ ভালো খেলবে।’

রংপুরের বিপক্ষে ম্যাচ জয়ের কৃতিত্বটা তরুণ পেসার তানজিম হাসানকে দিয়েছেন মাশরাফি। তরুণ এই পেসার গতকাল ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। মাশরাফি বলছিলেন, ‘আমরা জানতাম যে উডের একটা ওভার বাকি আছে। তাকিয়ে ছিলাম সাকিবের দিকে। সে ওই ওভারে যদি ৮ রানও দেয়, তাহলেও আমরা ম্যাচে থাকব। সে ওই সময় আউটস্ট্যান্ডিং বোলিং করেছে। তরুণ ছেলে। প্রথম বিপিএল খেলছে। ওর ওই ওভারের জন্যই আমরা ম্যাচে ফিরতে পেরেছি।’

ফাইনালের প্রতিপক্ষ নিয়ে ম্যাশ বলেন, ‘যদিও কুমিল্লা অনেক অনেক ভালো দল, এই টুর্নামেন্টের যে কোনো দল থেকে। কিন্তু তার মানে এই নয় যে, তাদের সঙ্গে আমরা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারব না। আমরা পুরো টুর্নামেন্টে যে স্বাভাবিক খেলা খেলে এসেছি, নিজেদের দিকে যদি মনোযোগ ঠিক রাখতে পারি, গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় যদি অবদান ঠিকমতো রাখতে পারি, তাহলে কেন নয়? তবে সুনির্দিষ্ট করে আমার ম্যাজিক বলে কিছু নেই। ভালো খেলছে ছেলেরা। আশা করি, আরেকটা ম্যাচ ভালো খেলবে।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *