বিশ্বনাথে শীঘ্রই মাঠে গড়াচ্ছে ‘লক্ষ টাকার ফুটবল’র ৩য় আসর

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে শীঘ্রই মাঠে গড়াচ্ছে ‘লক্ষ টাকার ফুটবল’র ৩য় আসরের খেলা। বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে অনুষ্ঠিত ‘লক্ষ টাকার ফুটবল’র ৩য় আসরের খেলা পৌর শহরের শিমুলতলা গ্রামের মাঠে উপজেলার স্থানীয় ক্লাবসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহন করা ৮টি ক্লাব নিয়ে এবারের আসর অনুষ্ঠিত হবে।

রোববার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে টুর্নামেন্টের এবারের আয়োজক ‘উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করে ‘লক্ষ টাকার ফুটবল’র ৩য় আসরের অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেন। সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে টুর্নামেন্টে সম্পন্ন করতে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেছেন নেতৃবৃন্দ।

বিশ্বনাথ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মোহাম্মদ খলিল, উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সহ সভাপতি বাবরুছ আহমদ, হাফিজ খান, আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক হেলাল আহমদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সুমন, দপ্তর সম্পাদক নাজির আহমদ, প্রচার সম্পাদক ওয়াসিম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *