আল্লামা আবু তায়্যিব সৎপুরীর ইন্তেকালে সিলেট জামায়াতের শোক

সিলেট

 

জননন্দিত মুফাসসিরে কুরআন, সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিয়া মাদ্রাসা পাঠানটুলা সিলেটের সাবেক অধ্যক্ষ ও সৎপুর আলিয়া মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস আল্লামা আবু তায়িব্য সৎপুরী (৭০) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট অঞ্চল, জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এক যৌথ শোক বার্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ ও সেক্রেটারী নজরুল ইসলাম, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসেন খান, নায়েবে আমীর উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও সেক্রেটারী জয়নাল আবেদীন বলেন, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান আলেমে দ্বীন মাওলানা আবু তায়্যিব সৎপুরী আমৃত্য ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে কুরআনের খেদমতে নিজেকে উজাড় করে দিয়ে গেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন দ্বীনের দ্বায়ি’কে হারালাম। আল্লাহ পাক রাব্বুল আল আমীন মাওলানা আবু তায়্যিব সৎপুরীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *