লাখাইয়ে ইসলামি আন্দোলন এর বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্টিত

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২৪ফেব্রুয়ারী)বিকাল ৩ ঘটিকায় লাখাই উপজেলার বামৈ খেলার মাঠ থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বর্তমানে দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ধর্ম শিক্ষা পাঠ্য বইয়ে বাধ্যতামূলক সিলেবাসে অন্তর্ভুক্ত করা সহ বিভিন্ন দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে লাখাই উপজেলা ব্রীজ সংলগ্ন স্থানে এক পথসভায় মিলিত হয়। সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার সভাপতি মোঃ কাজল মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারির মুযযাম্মিল হকের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ আব্দুর রহমান, বক্তব্য রাখেন মাওঃ ইলিয়াস আহমদ চৌধুরী, ইসলামী শ্রমীক আন্দোলন বাংলাদেশ লাখাই শাখার সেক্রেটারি মাওঃ মহিবউল্লাহ গালীব,সাবেক দোকান শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, আলহাজ্ব এনামুল হক, মুফতি ইকবাল হোসাইন, দুলাল আহমেদ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লাখাই শাখার সভাপতি মামুমুনুর রশিদ সহ লাখাই উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ। পরিশেষে দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *