স্টাফ রিপোর্টার:
‘নেতাজী সুভাসচন্দ্র বসু আন্তর্জাতিক অ্যাওয়ার্ড ২০২২’ লাভ করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানী ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনারের কার্যালয় থেকে ‘এআইএমএম’ ও ‘সার্ক কালচারাল সোসাইটি’র ব্যবস্হাপনায় দেওয়া ওই সম্মাননা পুরস্কার ও সংবর্ধনা গ্রহণ করেন সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
উপজেলা পরিষদের দায়িত্ব সুষ্ঠভাবে পালন করায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।