বিশ্বনাথে ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’ ৩য় আসরের উদ্বোধন করলেন ওসি গাজী আতাউর

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

প্রবাসীদের অর্থায়নে সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টে’র ৩য় আসরের উদ্বোধন করেছেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে শিমুলতলা-টুকেরকান্দি ফুটবল গ্রাউন্ডে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন তিনি।
বিশ্বনাথ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ড ১-০ গোলের ব্যবধানে টেংরা অগ্রণী যুব সংঘকে হারিয়ে টুর্ণামেন্টের শুভ সূচনা করেছে। এবারের টুর্ণামেন্টে বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকার স্থানীয় ক্লাবসহ জেলার বিভিন্ন অঞ্চলের ৮টি ক্লাব অংশগ্রহন করেছে।
প্রধান অতিথির বক্তব্যে ওসি গাজী আতাউর রহমান বলেন, যুবসমাজ যাতে মাদকসহ নানান অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে থাকে সেজন্য বিশ্বনাথের বিভিন্ন এলাকায় বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে। মিনি ফুটবল ও ফুটসাল পরিহার করে পূর্ণ্যাঙ্গ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে ফুটবলকে বাঁচিয়ে রাখতে হবে। প্রবাসীরা ফুটবলের ঐতিহ্য ধরে রাখতে যে ভূমিকা রেখে যাচ্ছেন সত্যি তা প্রশংসার দাবী রাখে। নিজেদের প্রয়োজনেই উপজেলার প্রত্যেক ইউনিয়নে পূর্ণ্যাঙ্গ ফুটবল টুর্ণামেন্ট আয়োজনে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশ্বনাথ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার একেএম তুহেমের পরিচালনায় টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকদ্দছ আলী।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এসআই জয়ন্ত সরকার, উপজেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সহ সভাপতি বাবরুছ আহমদ, হাফিজ খান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক হেলাল আহমদ, প্রচার সম্পাদক ওয়াসিম উদ্দিন, দপ্তর সম্পাদক নাজির আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *