স্টাফ রিপোর্টার: জুড়ী থানা এলাকায় চোরাই গরু এবং ৬ পিস ইয়াবাসহ আফতাফুর রহমান কটাই (২৩) নামে একজনকে আটক করা হয়েছে।
বুধবার (৮ফেব্রুয়ারি) বিকেলে জুড়ী থানাধীন কামিনীগঞ্জ লামাবাজারস্থ গরুর হাট থেকে আলতাফুরকে আটক করা হয়।
জুড়ী থানা সুত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে স্থানীয় লোকজন কামিনীগঞ্জ লামাবাজারের গরুর হাটে চোরাই গরুসহ একজনকে আটক করে পুলিশকে খবর দেয়।
জুড়ী থানার এসআই ফরহাদ মিয়া ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শেষে চোরাই গরুটি জব্দ করেন।
পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের পকেট থেকে একটি নীল রঙের পলিথিনের ভেতর থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট
উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি জুড়ী থানার রানীমুড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এই ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের ৩৭৯ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় জুড়ী থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
শেয়ার করুন