স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার দীঘলিয়ায় ফেসবুকে দেওয়া স্টাটাসকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বাড়ী-ঘর,ধর্মীয় প্রতিষ্ঠান ভাংচুর,অগ্নি সংযোগ ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে আজ (১৮ জুলাই) সোমবার বিকাল সাড়ে ৫টায় যশোর শহরের প্রাণকেন্দ্র যশোর দড়াটানা চত্ত্বরে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা সাধারন সম্পাদক সানোয়ার আলম খান দুলুর সঞ্চালনায় ও
জোট সভাপতি সুকুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জোটের সহ-সভাপতি ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল, যশোর জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, উদীচী যশোর শাখার সভাপতি তন্দ্রা ভট্টাচার্য্য, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি হারুন অর রশীদ, পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি দিপংকর দাস রতন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অনেক উন্নয়ন করেছেন কিন্তু বাঙ্গালী জাতীয়তাবাদী চিন্তার উন্নয়ন ঘটাতে পারেনি আওয়ামী লীগ। এর ফলে স্বাধীনতার ৫১ বছরে এসে আমাদের মনে হচ্ছে এ বাংলাদেশ আমরা ৭১-এ অর্জন করেনি। একের পর এক সাম্প্রদায়িক আক্রমন হচ্ছে কিন্তু আক্রমনকারী ও ষড়ন্ত্রকারীদের কোন বিচার হচ্ছে না বরং নিপীড়িত সংখ্যালঘুরা মামলায় ঝুলছে। এ অবস্থা আর চলতে দেয়া যায় না। সরকারকে অবশ্যই এই সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে হবে। অবিলম্বে ভাংচুর, অগ্নিসংযোগকারীদের বিচার করে শাস্তির ব্যবস্থা করতে হবে।
আলোচনা সভা শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে।
শেয়ার করুন