কুলাউড়া উপজেলা অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান সংগঠন ভূকশিমইল ইউনিয়ন এর কাউন্সিল সম্পন্ন
সভাপতিঃজাকারিয়া আলম মিতুল
সম্পাদকঃ জুবায়ের আহমদ
রক্তদান সংগঠন ভূকশিমইল ইউনিয়ন এর ২ বছর মেয়াদী ২০২৩-২৫ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
১০ মার্চ, শুক্রবার, সন্ধ্যা ৬:৩০ টায় অত্র সংগঠনের কার্যালয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলাম{ সহকারী শিক্ষক, ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ)সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাইফুল খান।
সহ উপস্থিত চিলেন ইমাদ উদ্দিন {সিনিয়র সদস্য}
হামদান খান {সিনিয়র সদস}
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে জাকারিয়া আলম মিতুলকে পুনরায় সভাপতি, ও জুবায়ের আহমদ কে সাধারণ সম্পাদক মনোনীত করে আগামী ১ মাসে ভিতরে পূর্নাঙ্গ কমিটি দেয়ার নির্দেশ দিয়ে কমিটি অনুমোদন দেওয়া হয়।
শেয়ার করুন